সিলেটে ২১৪ পিস ভারতীয় এনার্জি ড্রিংকসহ আটক-২

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ২:৩৪ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে
  • Print

সিলেট-তামাবিল মহাসড়কের শাহপরাণ (রহঃ) থানাধীন বিআইডিসি গেইটের সামনে থেকে ২১৪ পিস ভারতীয় এনার্জি ড্রিংকসহ ২ জনকে আটক করা হয়েছে। এসময় মাদক বহনকাজে ব্যবহৃত ১টি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।

পুলিশ সুত্র জানায়, শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে শাহপরাণ (রহঃ) থানাধীন বিআইডিসি গেইটের সামনে চেকপোষ্ট পরিচালনাকালে একটি সিএনজি চালিত অটোরিকশা (সিলেট-থ-১২-৩০৩৪) সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টাকালে শাহপরাণ থানা পুলিশ ধাওয়া করে অটোরিকশাটি আটক করে।

এসময় গাড়িতে থাকা সিলেটের জৈন্তাপুর থানার হেমু ভেলেপাড়া এলাকার হুসন মিয়ার ছেলে মোঃ ইছাক মিয়া (১৫) ও সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার মুরাদপুর গ্রামের মৃত ফজর আলী এর ছেলে গোলাম কিবরিয়া (৪৫)কে আটক করা হয়। তাদের কাছ থেকে ২১৪ পিস ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। যার মুল্য ৮৫ হাজার ৬০০ টাকা।

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ