শ্রীমঙ্গলে শুরু হচ্ছে আরটিআই ক্যাম্পেইন

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ২২ মার্চ ২০২২, ১২:৩৬ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে
  • Print

শ্রীমঙ্গল প্রতিনিধি:

‘তথ্য প্রদানের সংস্কৃতি, রুখবে দুর্নীতি’ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ বুধবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী তথ্য অধিকার আইন ২০০৯ (আরটিআই ক্যাম্পেইন) বিষয়ক সচেতনামুলক প্রচারণা। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং সচেতন নাগরিক কমিটি সনাক, টিআইবি শ্রীমঙ্গলের আয়োজনে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে এ বিশেষ ক্যাম্পেইন পালন করা হবে।
টিআইবি’র শ্রীমঙ্গল এরিয়া কোÑঅর্ডিনেটর পারভেজ কৈরী বলেন, তথ্য অধিকার আইন বিষয়ে জনগণ এখনো জানেনা। এর বহুল প্রচার প্রসারের ঘাটতি রয়েছে। এই আইন সম্পর্কে জনগণ যদি জানতে পারে, বুঝতে পারে, তা হলে প্রত্যেকটা অফিসের তথ্য মানুষের হাতের কাছে পৌঁছে যাবে। আর এই তথ্য পৌঁছে দেওয়ার কাজটাই করছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের একান্ত প্রচেষ্টায় সনাক টিআইবি শ্রীমঙ্গল।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ