অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদ-নদীর মানচিত্র পরিবর্তন হচ্ছে : নাগরিক শুনানিতে বক্তারা

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ২২ মার্চ ২০২২, ১:৪৪ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে
  • Print

সিলেটের নদ-নদীতে অবৈধভাবে বালু উত্তোলন এখন প্রকট সমস্যায় রূপ নিয়েছে। নদী থেকে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদ-নদীর তীর ভাঙনে নদীর মানচিত্র পরিবর্তন হচ্ছে। নদী ভাঙনে বিলিন হচ্ছে অনেক ফসলি জমি, বাড়ি ঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান।
এই সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে বাপাসহ ছয়টি পরিবেশবাদী সংগঠন একটি নাগরিক শুনানি কর্মসুচির আয়োজন করে। হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বেলা ১১টায় বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে এই নাগরিক শুনানি’র কার্যক্রম শুরু হয়।

সিলেট অঞ্চলের বিভিন্ন নদ নদী থেকে বালু উত্তোলনের বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও নাগরিক প্রতিনিধিরা শুনানিতে অভিযোগ উত্থাপন করেন। পাঁচ সদস্য বিশিষ্ট জুরি বোর্ড অভিযোগকারীদের বক্তব্য শোনেন। জুরি বোর্ডের প্রধান ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল, সদস্য ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুদীপ্ত অর্জুন, সাংবাদিক অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, লেখক তাহমিনা বেগম গিনি ও প্রবাসী কমিউনিটি নেতা অ্যাডভোকেট রাফি চৌধুরী।
প্রতীকী এই কর্মসূচিতে জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিনিধিত্ব করেন সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম, প্রশাসনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট তাহমিনা খান এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষে উপ-বিভাগীয় প্রকৌশলী মিনহাজ উদ্দিন শুভন।

অভিযোগগুলোর পক্ষ অবলম্বন করে সাক্ষী হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ছামির মাহমুদ, সাংবাদিক সোয়েব চৌধুরী , অ্যাডভোকেট বিজন বিহারী দাস, লেখক ও গবেষক সিদ্দিকী হারুন প্রমুখ।
শুনানিতে সিলেট বিভাগের বিভিন্ন নদী থেকে অপরিকল্পিত ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী মানুষেরা। তারা জেলা প্রশাসনের কাছে এসব সমস্যার প্রতিকার চেয়েছেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাপা হবিগঞ্জ এর সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।

নাগরিক শুনানির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, খোয়াই রিভার ওয়াটারকিপার, সুরমা রিভার ওয়াটারকিপার, সারি বাঁচাও আন্দোলন এবং বাঁচাও বসিয়া নদী ঐক্য পরিষদ।
নাগরিক শুনানিতে বলা হয়, সুরমা, কুশিয়ারা, খোয়াই, মনু, যাদুকাটা, সারি, গোয়াইন, পিয়াইন, ধলা, লোভা, ধলাই, লাঘাটা, করাঙ্গি, চেঙেরখাল, কালনি, রত্না, নলজুর, চেলা, চলতি, ধোপাজান নদীসহ বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে নির্বিচারে বালু উত্তোলন চলছে। যা বন্ধে প্রশাসনের নির্লিপ্ততা রয়েছে। অবাধে বালু উত্তোলনের কারণে নদীগুলোর তীর ভেঙে সাধারণ মানুষকে সর্বশ্বান্ত করছে। নদী থেকে বালু উত্তোলনের জন্য সরকার নির্ধারিত বালি মহাল ইজারা প্রদান করে। কিন্তু এক শ্রেণীর মানুষ ইজারা নেয় এক জায়গার আর বালু উত্তোলন করে অন্য জায়গায়। ইচ্ছেখুশি মতো ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করতে থাকে। যা নদীর ক্ষতিতো করেই, পাশাপাশি নদী তীরবর্তী মানুষকে সর্বশ্বান্ত করে দেয়। নাগরিক শুনানি শেষে আট দফা পর্যবেক্ষণসহ রায় ঘোষণা করেন জুরি বোর্ডের প্রধান শরীফ জামিল।

রায়ে বলা হয়, বালু উত্তোলনের জন্য সিলেট অঞ্চলের নদ-নদী ও জলাশয়সহ সংশ্লিষ্ট গ্রাম ও কৃষি জমি এবং প্রাণ-প্রকৃতি চরম হুমকির সম্মুখীন। এতে সমাজে একটি অবৈধ সুবিধাভোগী শ্রেণীর উত্থান ঘটেছে। যা জননিরাপত্তার জন্য হুমকি। বালি মহাল ব্যবস্থাপনা কমিটিতে সংশ্লিষ্ট এলাকার জনগণ ও নাগরিক প্রতিনিধির সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। জুরি বোর্ড লক্ষ্য করেন যে, বালি উত্তোলন একটি প্রয়োজনীয় বিষয় তবে তা পরিকল্পিত হওয়া বাঞ্চনীয়। এক্ষেত্রে দেশের প্রচলিত আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। বালু মহালের তালিকা যথাযথভাবে প্রনয়ন করে জনগণের জন্য উন্মুক্ত করতে হবে এবং নির্দিষ্ট বালু মহালের সীমানায় সাইনবোর্ড লাগাতে হবে।

নাগরিক শুনানিতে পিয়াইন, ডাউকি, ধলা, লোভা ও চেঙেরখাল নদীর পক্ষে আব্দুল হাই আল হাদী, খোয়াই নদী মাসুলি এলাকা থেকে অভিযোগ করেন শেখ ওসমান গনি রুমি, খোয়াই নদী শায়েস্তাগঞ্জ এলাকা ও সুতাং নদী নিয়ে সাংবাদিক মামুন চৌধুরী, সারি নদী নিয়ে অভিযোগ দায়ের করেন শামিম আহমেদ, খোয়াই নদীর চুনারুঘাট অংশ নিয়ে অভিযোগ দায়ের করেন মনসুর আহমেদ এবং নুর উদ্দিন সুমন, কুশিয়ারা নদী নবীগঞ্জ অংশ নিয়ে অভিযোগ করেন সাংবাদিক সনি চৌধুরী, জাদুকাটা, ধোপাজান নদী নিয়ে কথা বলেন শিমন চৌধুরী, কুশিয়ারা ও কালনী নদীর আজমিরীগঞ্জ এলাকাযর পক্ষে সাংবাদিক শরীফ চৌধুরী, রত্না, কুশিয়ারা এবং হাওর অঞ্চলের বালুচর নিয়ে কথা বলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোমিন, সাংবাদিক আব্দুল হালিম প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ