সিলেটে ৯৭-৯৯ চাপ্টারের ইন্ডিপেনডেন্স কাপ উদ্বোধন

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে
  • Print

 

মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এসএসসি ৯৭-৯৯ সিলেট চাপ্টার উদ্যোগে ইন্ডিপেনডেন্স কাপ-২০২২ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় নগরীর বালুচর কিংস ফুটসাল ইনডোরে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রাপলিটন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।
প্রধান অতিথি বক্তব্যে মোঃ নিশারুল আরিফ বলেন, তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই।
৯৭-৯৯ চাপ্টারের শিক্ষার্থী মো. আহবাবুল করিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মুনতাসির সানিয়াত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৯৭-৯৯ চাপ্টারের আহ্বায়ক তানিম মাহমুদ, সদস্য সচিব কাওসার জামাল, সদস্য সারওয়ার আলম শাকিল, কবির আহমদ, শুভ মেহেদি, রাসেল হাসান, জাফর চৌধুরী, রাসেল আহমদ, জাবেদ সুফিয়ান, নার্গিস সুলতানা রুমি, ফরহাদ খান, ইমদাদ হোসেন রিপন, দেলওয়ার হোসেন রানা, হাসান আহমদ, নাজিম উদ্দিন সাহান, রুবেল আহমদ নান্নু, সামসুল ইসলাম, আবদুল করিম, রুহেল আহমদ, উপদেষ্টা পরিষদের সদস্য মো. নাজিম উদ্দিন পান্না, লিমন, লোবনা চৌধুরী, মো. শাহাব উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এহতেসাম হাসান লায়েক। পরে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পাঠ করে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ও স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পায়রা ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট মেট্রাপলিটন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ। উক্ত টুর্নামেন্টে দেশের বিভিন্ন স্থান থেকে ৯৭-৯৯ চাপ্টারের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দদের সম্মাননা স্মারক তুলে দেন ৯৭-৯৯ চাপ্টারের শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ