সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে ২০ রমজান পর্যন্ত শ্রেণিকক্ষের পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। রমজান মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সকাল সাড়ে নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত ক্লাস হবে। তবে, এ মধ্যে শিক্ষকরা ৩০ মিনিট নামাজের বিরতি পাবেন।
রমজানের মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস পরিচালনার বিস্তারিত জানিয়ে আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শুক্রবার এ আদেশ জারি হয়।
আদেশে অধিদপ্তর বলছে, পবিত্র রমজান মাসে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত শ্রেণি পাঠদান চলবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো রুটিন ও পাঠ পরিকল্পনা অনুযায়ী স্কুলের প্রধান শিক্ষক সময়সূচি অনুযায়ী নির্ধারিত ক্লাস বিন্যাস্ত করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন। প্রধান শিক্ষকরা প্রস্তুতকৃত রুটিনের বিষয়ে ক্লাস্টারের সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানাবেন।
গত মঙ্গলবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে ২০ রমজান পর্যন্ত ক্লাস চালিয়ে যাওয়ার আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।