অভিনয় ছাড়লেন অভিনেত্রী অনাঘা ভোঁসলে

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ১০:০২ পূর্বাহ্ণ | আপডেট: ৩ বছর আগে
  • Print

 

বিনোদন জগৎ ছাড়ার ঘোষণা দিলেন ভারতীয় অভিনেত্রী অনাঘা ভোঁসলে। হিন্দি সিরিয়ালের জনপ্রিয় এ অভিনেত্রী ইনস্টাগ্রামে বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেন।

অনাঘা জানান, ধর্ম পালনের জন্যই তিনি অভিনয় ছেড়েছেন। এখন থেকে সৃষ্টিকর্তার সেবা করতে চান। কয়েকদিন আগেই তিনি অভিনয় ছাড়ার বিষয়টি জানিয়েছিলেন। এবার অফিসিয়ালি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করলেন।

অভিনেত্রী লিখেছেন, এতদিন আপনারা যে ভালোবাসা, আশীর্বাদ আমাকে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে এবার অভিনয়কে চিরকালের জন্য বিদায় জানাচ্ছি। আশা করি, আপনারা আমার এই সিদ্ধান্তকে শ্রদ্ধা করবেন ও সমর্থন জানাবেন। আমার ধর্মীয় বিশ্বাসের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছি।

বছর খানেক আগে ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জাইরা ওয়াসিম অভিনয় ছেড়ে দিয়েছেন ইসলাম ধর্ম যথাযথভাবে পালনের জন্য। এছাড়া ‘ওয়াজা তুম হো’ খ্যাত অভিনেত্রী সানা খানও বেছে নেন ধর্মের পথ। অভিনয় ছেড়ে তিনি এখন স্বামীর সঙ্গে সংসার আর ধর্মীয় কাজে ব্যস্ত।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ