শাবিতে স্বাধীনতা দিবস পালন

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ১:০৫ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে
  • Print

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ যথাযথ মর্যাদায় শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ভাষণ এবং মহান স্বাধীনতা ও দেশাত্মবোধক গান প্রচার, জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয় শহিদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়ানুষ্ঠান ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম সকাল ৯ টায় যথাক্রমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন। ভাইস চ্যান্সেলর ফরিদ উদ্দিন আহমেদ সকাল ৯.২০ মিনিটে বিশ্ববিদ্যালয় শহিদ মিনারে এবং ৯.৪৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ কমিটির আহবায়ক প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ভাইস চ্যান্সেলর পুষ্পস্তবক অর্পণের পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন কমিটি, ডিনবৃন্দ, বিভিন্ন আবাসিক হল, বিভাগ এবং সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল মাঠে শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়ানুষ্ঠান ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়। হ্যান্ডবল মাঠে বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত দুই কর্মচারী বীর মুক্তিযোদ্ধা জনাব মো. জিন্নাত আলী মৃধা এবং জনাব মো. জসীম উদ্দিন সর্দারকে সংবর্ধনা দেয়া হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ