পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, র্যাবের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাবের জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। নারায়ণগঞ্জের ঘটনা সবাই জানেন। সেই ঘটনাই প্রমাণ করে র্যাবের বিষয়ে আমরা জবাবদিহিতা নিশ্চিত করেছি।
ড. মোমেন বলেন, আমরা আশা করি ভারতের পররাষ্ট্রমন্ত্রী একটা সুখবর নিয়ে আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে পারেন ড. এস জয়শঙ্কর।
আগামী মে মাসের শেষের দিকে যৌথ পরামর্শক কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লিতে যাবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর আগামী ২৮ এপ্রিল দুই দিনের সফরে ঢাকায় আসছেন।