জোর করে পদ্মা সেতু পার হওয়ার চেষ্টা বাইকারদের

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ২৭ জুন ২০২২, ৫:১৪ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে
  • Print

মোটরসাইকেলে জোর করে পদ্মা সেতু পার হওয়ার চেষ্টা করছেন বাইকাররা।  এ সময় তাদের জড়ো হয়ে বিক্ষোভ করতে দেখা গেছে।

সেতু পার হতে না দেওয়ায় তারা টোল প্লাজা বন্ধ করে দিয়েছে। ফলে কোনো গাড়ি যেতে পারছে না।

সোমবার (২৭ জুন) সকালের দিকে এমন দৃশ্য দেখা গেছে।

বাইকাররা দাবি করছেন, নিষেধাজ্ঞা সম্পর্কে তারা জানতেন না। না জেনে বাইক নিয়ে এসে আটকা পড়েছেন।  এ সময় অনেককেই পিকআপ ভ্যানে করে বাইক নিয়ে যেতে দেখা গেছে।

কথা হলে তারা জানান, বাইক নিয়ে সেতু পার হতে পারছেন না তারা। কিন্তু ওপারে যেতেই হবে। এজন্য পিকআপ ভ্যানের আশ্রয় নিয়েছেন। সেতু পার করে ওপারে বাইকগুলো নামিয়ে দেওয়া হবে।

বাইক প্রতি কত নেওয়া হচ্ছে? জানতে চাইলে একজন জানান, প্রতি বাইকের জন্য ৪০০টাকা করে দিতে হচ্ছে।

এদিকে বিক্ষোভরত বাইকারদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে হাইওয়ে ঢাকা রেঞ্জের পুলিশ। এ সময় অনেক বাইকারকে পুলিশের সঙ্গে তর্কে জড়াতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ