পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। ঈদে কেনাকাটার করার জন্য জমানো টাকা দিয়ে বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর ও ছত্তিশ গ্রামে বন্যা কবলিত দুই শতাধিক পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, ফেঞ্চুগঞ্জের ছত্তিশ গ্রামের এবারের এসএসসি পরীক্ষার্থী রুবাইয়া জান্নাত শিমু, লামিয়া জান্নাত তানিশা, হাদিয়া জান্নাত ইভা, তানজিয়া জান্নাত ছায়মা, তাসনিয়া জান্নাত নৌরিন, তাওহিদুর রহমান মিরাজ, তুলি আহমদ তিশা, হুমায়রা আহমদ তিশমা ও সানজিদা বিনতের জমানো ঈদের কেনাকাটার টাকা দিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
লামিয়া জান্নাত তানিশা বলে, আমার বাবা সাহিল আহমদ একজন সমাজকর্মী। আমার বাবার বিভিন্ন সামাজিক কর্মকান্ড আমাদের অনুপ্রেরণা জোগায়। আমি ও আমার বোন, আমার কার্জিন এবং আমার সহপাঠীরা মিলে উদ্যোগ নিয়েছি বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর। তাই ঈদে কেনাকাটা করার জন্য আমাদের জমানো টাকা দিয়ে পানিবন্দী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।