পদ্মা সেতুতে এক দিনে ৪ কোটি টাকা টোল আদায়

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ৯ জুলাই ২০২২, ৭:০৩ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে
  • Print

গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় করা হয়েছে। এটি এখন পর্যন্ত পদ্মা সেতুর টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড। প্রথমবারের মতো এক দিনে ৪ কোটি টাকা আদায় হয়েছে।

শনিবার (৯ জুলাই) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার পার হওয়া যানবহানের মধ্যে সবচেয়ে বেশি ছিল ব্যক্তিগত গাড়ি। এদিন পারাপার হওয়া যানবাহনের মধ্যে ১৩ হাজার ১৫৯টি ছিল ব্যক্তিগত গাড়ি। এ ছাড়া বাস পারাপার হয়েছে ৭ হাজার ৭২২টি। এক দিনে টোল আদায়ে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার জাজিরা প্রান্তের টোল আদায় হয় ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা ও ১২ হাজার ৫৬টি যানবাহন পাড় হয়েছে। অপরদিকে মাওয়া প্রান্তের টোল আদায় ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকা ও সেতু পাড়ি দিয়েছে ১৯ হাজার ৬৬৭টি গাড়ি।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ