ওসমানী হাসপাতালের শিক্ষার্থীদের উপর হামলা, সড়ক অবরোধ

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ১ আগস্ট ২০২২, ৮:২৭ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে
  • Print

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থীকে বহিরাগতদের মারধরের ঘটনায় সড়ক অবরোধ করে রেখেছেন মেডিকেল শিক্ষার্থীরা। যার ফলে হাসপাতালে কোনো রোগী প্রবেশ করতে পারছেন না।

সোমবার (১ আগষ্ট) রাত ১০ টা থেকে সড়ক অবরোধ করে রেখেছে তারা। একই সাথে হাসপাতালের সব গেট বন্ধ করে রেখেছে্ন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, তিনদিন আগে ইন্টার্ন চিকিৎসকের সাথে হাতাহাতিতে জড়ান রোগীর এক স্বজন। এর জের ধরে আজ সন্ধ্যার পর মেডিকেল কলেজ এলাকায় মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুল খালিকের ভাতিজা আব্দুল্লার নেতৃত্বে কয়েকজন বহিরাগত অস্ত্র নিয়ে এসে কোনো কারণ ছাড়াই শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় মেডিকেল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আহত দুই শিক্ষার্থী হলেন রুদ্র ও নাইমুর রহমান ইমন।

এছাড়া ইন্টার্নিরত এক নারী চিকিৎসককে হামলাকারীরা ধর্ষণের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। ওই নারী চিকিৎসককে উত্ত্যক্ত করার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

 

এই বিষয়ে জানতে চাইলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, একজন নারী ইন্টার্ন চিকিৎসককে উত্ত্যক্ত করার জেরে বহিরাগতরা দুইজন শিক্ষার্থীকে কুপিয়ে আহত করেছে। এ ঘটনায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় সাবেক কাউন্সিলর আব্দুল খালিকের ভাতিজা এ হামলার সাথে জড়িত রয়েছে বলে জানান তিনি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, আমরা ঘটনাস্থলে আছি।বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সার্বিক আইন শৃঙখলা পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ কাজ করছে।

এদিকে শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্নি চিকিৎসক ও শিক্ষার্থীরা। জরুরি বিভাগ ছাড়া বন্ধ রয়েছে হাসপাতালের চিকিৎসা সেবা। হামলায় জড়িতদের গ্রেফতার, হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতসহ চারদফা দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ