সিলেটে পাকিস্তানি ব্যাংকে ঝাড়ুর লাঠিতে টাঙানো হলো জাতীয় পতাকা

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ৪:৫৫ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে
  • Print

জাতীয় শোক দিবসে ঝাড়ুর লাঠির সঙ্গে বাংলাদেশের পতাকা ঝুলিয়েছে পাকিস্তানের হাবিব ব্যাংক লিমিটেডের সিলেটের জিন্দাবাজার শাখা। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে হাবিব ব্যাংকে ঝাড়ুর লাঠির সঙ্গে পতাকা টাঙানো দেখে স্থানীয় সাংবাদিক ও জনসাধারণের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি টের পেয়ে পরে সেটি নামিয়ে ফেলা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তায় নিয়োজিত প্রহরী কমলেশ দে জানান, ব্যাংকের অপর নিরাপত্তা কর্মী আফজাল মিয়া এই পতাকাটি টাঙিয়ে ছিলেন। আফজাল মিয়া বাঁশ না পেয়ে ঝাড়ুর লাঠি ব্যবহার করেন।

হাবিব ব্যাংকের সিলেট শাখার ক্যাশ ইনচার্জ বিদ্যুৎ কুমার দে জানান, নিরাপত্তাকর্মীরা না বুঝে জাতীয় পতাকার অবমাননা করেছে। এজন্য আমি ব্যথিত। এই ঘটনায় নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল বলেন, জাতীয় শোক দিবসের মতো দিনে তারা যে অপকর্মটি করল, জাতীয় পতাকা ঝাড়ুতে বাঁধার যে দুঃসাহস দেখাল এজন্য তাদের অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ