সিলেটে এনজিও কর্মকর্তা হত্যাকাণ্ডে জড়িত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম মাহফুজুর রহমান বিপ্লব (২০)।
সে বগুড়া জেলার শাহজাহানপুর থানার বিরিকুল্লা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। বর্তমানে সে সিলেট নগরীর মোমিনখলা এলাকায় বসবাসরত।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার জানান, বুধবার (২৪ আগস্ট) রাত নয়টার দিকে সিলেটের দক্ষিণ সুরমাস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বীজ ভবন) এলাকায় ছুরিকাঘাত করে আনোয়ার হোসেন (৪০) নামের ব্যক্তিকে হত্যা করা হয়। তিনি সীমান্তিক নামের একটি এনজিওর ব্রাহ্মণবাড়িয়া শাখার কর্মকর্তা। সিলেটে তিনি প্রশিক্ষণের কাজে এসেছিলেন। এ ঘটনার পর নিহতের ছোট ভাই মো. বাবুল শিকদার বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।
কামরুল হাসান তালুকদার আরও জানান, এজাহারের পরিপ্রেক্ষিতে দক্ষিণ সুরমা থানা পুলিশ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ঘটনায় সন্দিগ্ধ আসামী মাহফুজুর রহমান বিপ্লবকে গ্রেফতার করে। গ্রেফতারের পর বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিজ্ঞ আদালতে প্রেরণের পর আসামী বিপ্লব ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।