নগরীর লালদিঘীর পাড় এলাকা থেকে ইন্দ্র সিংহ নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইন্দ্র সিংহ পেশায় পাথর ব্যবসায়ী। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
বৃহস্পতিবার বিকালে মহানগরীর লালদিঘীর পাড়ে অবস্থিত নিলিমা ভবনের ৬ তালায় একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।