লালদিঘীর পাড় থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ১ জুন ২০২৩, ৫:৫৬ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে
  • Print

নগরীর লালদিঘীর পাড় এলাকা থেকে ইন্দ্র সিংহ নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইন্দ্র সিংহ পেশায় পাথর ব্যবসায়ী। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

বৃহস্পতিবার বিকালে মহানগরীর লালদিঘীর পাড়ে অবস্থিত নিলিমা ভবনের ৬ তালায় একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ