ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ৩০

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ২ জুন ২০২৩, ৪:০৬ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে
  • Print

ভারতের ওড়িশা রাজ্যের বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৭৯ জন। সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

আনন্দ বাজারসহ একাধিক ভারতীয় গণমাধ্যম জানায়, সোমবার দুপুর ৩টে ১৫ মিনিটের দিকে শালিমার স্টেশন থেকে ছাড়ে ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর স্টেশন ছাড়ে বিকেল সোয়া ৫টায়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি পৌঁছায় বালেশ্বরে। কাছেই বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার ট্রেনটি।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ