সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। চক্রটির বিরুদ্ধে সিলেটের এয়ারপোর্ট থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈন উদ্দিন শিপনের নাম্বার ক্লোন করে প্রার্থীদের কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে।
নাম্বার ক্লোন করে মহানগরীর বেশ কয়েকজন প্রার্থীর কাছে গত কয়েকদিন টাকা চাওয়ার। এয়ারপোর্ট থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈন উদ্দিন শিপন ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান।
পোস্টটি লেখা হয়, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এর সরকারি মোবাইল অজ্ঞাতনামা কে বা কাহারা সফটওয়্যারের মাধ্যমে ক্লোন করে অফিসার ইনচার্জ এর নাম ব্যবহার করে সিসিক নির্বাচনের বিভিন্ন পদপ্রার্থীদের নিকট টাকা দাবি করছে। দয়া করে অফিসার ইনচার্জ এর সরকারী মোবাইল নাম্বার হতে কল গেলে বিশ্বাস করে প্রতারিত হবেন না। কোন ধরনের কল পেলে অফিসার ইনচার্জ এর সাথে সরাসরি কথা বলার জন্য অনুরোধ করা হল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।