ভিভিআইপি অতিথি হয়ে প্রধানমন্ত্রীর সাথে জাতিসংঘে যাচ্ছেন কাউন্সিলর আজাদ

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ৪:২৫ অপরাহ্ণ | আপডেট: ১২ মাস আগে
  • Print

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ভিভিআইপি অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তিনি আগামী ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ত্যাগ করার কথা রয়েছে।

জাতিসংঘের সাধারণ অধিবেশন ছাড়াও তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন । সেখানকার প্রবাসী বাঙালি কমিউনিটির সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
এ সফর প্রসঙ্গে কাউন্সিলর আজাদ বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হতে পারাটা আমার জন্য অত্যন্ত আনন্দ ও ভীষণ গর্বের। আমাকে ভিভিআইপি মর্যাদায় সম্মানিত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা।’
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকলের নিরাপদ ও সফল সফরের জন্য সিলেটের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন আজাদুর রহমান আজাদ।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ