গোয়াইনঘাটে বিপুল পরিমান ভারতীয় মদ ও চিনি উদ্ধার

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ণ | আপডেট: ১২ মাস আগে
  • Print

 

গোয়াইনঘাটে ৭৫ বোতল ভারতীয় মদ ও ২০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার পৃথক স্থানে অভিযান চালিয়ে অবৈধ এসব পণ্য আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ।

জানা যায়, গোয়াইনঘাট থানার একদল পুলিশ রুস্তুমপুর ইউনিয়নের উপরগ্রাম এলাকা থেকে ৭৫ বোতল ভারতীয় মেকডুয়েল মদ উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুস্তুমপুর ইউনিয়নের উপরগ্রামের মৃত ময়না মিয়ার ছেলে মো. জামিল পালিয়ে যায়। তার বিরুদ্ধে এজাহারের প্রেক্ষিতে গোয়াইনঘাট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

রাতে গোয়াইনঘাটের রুস্তমপুর ইউনিয়নের হাদারপার বাজারের দক্ষিণ দিকে পিয়াইন নদীর পাড়ে ৫০ কেজি ওজনের ২০ বস্তা ভারতীয় চিনি পরিত্যক্ত অবস্থায় উদ্ধারপূর্বক জব্দ করে আরেক দল পুলিশ।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম মদ ও চিনি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ