জৈন্তাপুরে ছয়টি ভারতীয় গরুসহ গাড়ি আটক

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২:৩১ অপরাহ্ণ | আপডেট: ৮ মাস আগে
  • Print

 

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে আনা ৬টি ষাঁড়সহ একটি পিকআপ আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর ( মঙ্গলবার) গভীর রাত দেড়টার দিকে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সারিঘাট উত্তর বাজারে পুলিশ টহলরত অবস্থায় ছিলো। সে সময় লালাখাল সীমান্ত দিয়ে গরু নিয়ে আসা হচ্ছে বলে খবর পায় পুলিশ।

এরপর নিজপাট লক্ষিপ্রাসাদ গ্রামে ফেরীঘাট ব্রিজের দক্ষিণে লালাখাল-লক্ষিপ্রাসাদ সড়কে ডিআই গাড়ি ( ঢাকা মেট্রো ন- ১২-০৬১৯) সহ ছয়টি গরু আটক করে পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা চোরাকারবারি ও চালক পালিয়ে যায়।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম ছয়টি গরু সহ একটি ডিআই পিকআপ আটকের খবরটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সীমান্ত চোরাচালানে জড়িত ও পন্য বহনের অভিযোগে অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তা তদন্তাধীন।

তিনি আরো বলেন, সিলেট জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনা মোতাবেক উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চোরাচালান মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের টহল আরো জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ