দীর্ঘ ৫০ বছরে বালাগঞ্জ বাসীর স্বপ্ন পূরণ হল: এমপি হাবিব

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৭:২০ পূর্বাহ্ণ | আপডেট: ১ বছর আগে
  • Print

সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, দীর্ঘ ৫০ বছর ধরে অবহেলিত বালাগঞ্জবাসীর স্বপ্নের বহুল প্রতীক্ষিত কুশিয়ারা ডাইকের রাস্তাটি আজ বাস্তবে রূপ নিয়েছে। এটি ছিল এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি, আর আমি নির্বাচিত হওয়ায় পর বলছিলাম এই রাস্তাটি করে দিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি শনিবার (২৩ সেপ্টেম্বর) প্রায় ২০ কোটি টাকা ব্যায়ে বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের কুশিয়ারা ডাইকের রাস্তার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন।
সিলেট এল.জি.ই.ডি. নির্বাহী প্রকৌশলী ফারুক হোসেনের সভাপতিত্বে ও বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য শাহ্ আলম সজিব ও পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজন আহমদ এর যৌথ পরিচালনায় রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এল.জি.ই.ডি র সাবেক নির্বাহী প্রকৌশলী মো. ইনামুল কবীর , বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর , উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, উপজেলা প্রকৌশলী মোস্তাকীম শরীফ সাঈদ, জেলা পরিষদ সদস্য নাছির উদ্দীন, বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শামস উদ্দিন সামস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ মিয়া , পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিয়াব উদ্দিন ,লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুণ দেবনাথ সাগর, উপ দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক আহমদ , সাধারণ সম্পাদক নয়ন তালুকদার , পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াবর মিয়া, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদ হোসেন মাছুম , আওয়ামীলীগ নেতা আসাদুর রহমান আসাদ সহ উপজেলা আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ