নগরের কালিঘাটে ছুরিকাঘাতে এক গৃহবধূ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আজ সোমবার ভোররাত আড়াইটার দিকে কালিঘাট এলাকার বৌবাজারস্থ জাহাঙ্গির মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে। মাদকাসক্ত যুবকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রাতের অন্ধকারে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। নিহত গৃহবধূর জেসমিন বেগম (২২) কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার কাহেতেরটেকী গ্রামের আরিফ মিয়ার স্ত্রী। তাদের পরিবার এই কলোনিতে ভাড়া থাকে বলে জানা গেছে। অভিযুক্ত যুবক তারুল মিয়া (৩৫) সিলেটের দক্ষিণ সুরম উপজেলার জালালপুর এলাকার বাসিন্দা ও জেসমিনদের একই কলোনিতে থাকতেন। তিনি জেসমিনের স্বামী আরিফের খালাতো ভাই। ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তারুলকে আটক করেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।
নিহতের পরিবারের অভিযোগ, তারুল মিয়া জাহাঙ্গির মিয়ার কলোনিতে একটি ঘরে ভাড়া থাকেন। প্রায়ই জেসমিনকে উত্যক্ত করতেন তিনি। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রোববার দিনগত রাত আড়াইটার দিকে জেসমিনকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই জেসমিনের মৃত্যু হয়।