কমছে তাপমাত্রা, আসছে শীত

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ৬:১২ পূর্বাহ্ণ | আপডেট: ১ বছর আগে
  • Print

দেশজুড়ে মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করেছে। চট্টগ্রাম ছাড়া দেশের সাত বিভাগ থেকেই ইতিমধ্যে দক্ষিণ-পশ্চিমের এ বায়ু বিদায় নিয়েছে। ফলে গত কয়েকদিন ধরেই রাজধানী ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে কমতে শুরু করেছে তাপমাত্রাও।

গণতন্ত্র ধ্বংস করছে হামাস ও পুতিন, তাদের জিততে দেব না: বাইডেন
আবহাওয়াবিদেরা বলছেন, মৌসুমি বায়ু চলে যাওয়ার পরপরই তাপমাত্রা কমতে থাকে। ইতিমধ্যে দেশের তাপমাত্রা বিভিন্ন স্থানে কমতে শুরু করেছে। আগামী মঙ্গলবার বা বুধবারের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

লঘুচাপের বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানান তিনি।

এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমলেও সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন রোববার চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রামের সীতাকুন্ডে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দেশের সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ