বলিউড সুপারস্টার শাহরুখ খান জানিয়েছিলেন, তার নতুন সিনেমা ‘ডাঙ্কি’ মুক্তি পাবে বড়দিনের আগে। এবার জানা গেল সেই তারিখ, সঙ্গে এল সিনেমার নতুন পোস্টার।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, শাহরুখের চলতি বছরের তৃতীয় সিনেমাটি বিদেশে মুক্তি পাচ্ছে ২১ ডিসেম্বর। পরদিন ২২ ডিসেম্বর ‘ডানকি’ ভারতের হলে আসবে।
ডিসেম্বরে একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল শাহরুখের ‘ডাঙ্কি’ এবং প্রভাসের বহুচর্চিত ছবি ‘সালার’। আগেই শোনা যাচ্ছিল, প্রভাসের সঙ্গে বক্স অফিস ক্ল্যাশ এড়াতে পরিবর্তন করা হল ‘ডাঙ্কি’র মুক্তি।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের নিয়ে তৈরি হয়েছে সিনেমার গল্প। কারণ তাদেরকেই ‘ডাঙ্কি’ বলা হয়। গল্প এগোবে শাহরুখের চরিত্রকে কেন্দ্র করে। জীবনের সংগ্রাম নিয়েই দেখা যাবে ছবির মূল কাহিনি।
‘ডাঙ্কি’র মাধ্যমে প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে কাজ করলেন শাহরুখ। এ সিনেমার প্রযোজনা করেছে শাহরুখ আর গৌরির রেড চিলিজ এন্টারটেনমেন্ট। সিনেমাতে শাহরুখের নায়িকা তাপসী পান্নু। এছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র ও ভিকি কৌশল।