কুয়াশা ঘেরা শীতের সকাল সিলেটে

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ৭:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: ৬ মাস আগে
  • Print

ধানের শিষে শিশির বিন্দু, শিশিরে ভেজা ঘাস, কুয়াশায় চারপাশ অনেক ঝাপসা- সিলেটে এমন দৃশ্য আজ সোমবার (২৩ অক্টোবর) সকালের।

দেশে সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি- এই তিন মাসকে শীতের সময় বলা হয়। তাতে বাংলা মাস দাঁড়ায়- অগ্রহায়ণ, পৌষ ও মাঘ। তবে অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই সিলেটসহ অনেক অঞ্চলে শুরু হয় সাদা মেঘের কুয়াশা, একই সঙ্গে তাপমাত্রা কমতে থাকে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

চলছে কার্তিকের প্রথমার্ধ। এই সময়েই পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। এরই মধ্যে সিলেটে বিরাজ করছে কিছুটা শীতের আমেজ।

সকালের দিকে হালকা কুয়াশার চাদর মুড়ে ঘুম ভাঙছে মানুষের। সারা দিনের তাপমাত্রা মোটামুটি, এরপর সন্ধ্যার পর আবার পড়তে শুরু করে হালকা কুয়াশা।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এবারে প্রকৃত শীত আসতে এখনও বাকি আছে কিছুদিন। শীতের আমেজ পুরোপুরি পাওয়া যাবে নভেম্বরের মাঝামাঝি থেকে।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ