আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার লক্ষণ তো নেই, উল্টো দূষণের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। রোববার (৫ নভেম্বর) সকালে দিল্লির বাতাসের গুণগত মান ছিল (একিউআই) ৪৬০। আজ (সোমবার) সকালে সেই মাত্রা ছুঁয়েছে ৪৮৮। সব থেকে খারাপ পরিস্থিতি দিল্লির আরকে পুরম, পতপরগঞ্জ এবং নিউ মোতি বাগ এলাকায়।
এরই পরিপ্রেক্ষিতে দূষণের মাত্রা কমানোর উপায় খুঁজতে সোমবার সংশ্লিষ্ট সব পক্ষকে উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। দুপুর ১২টা থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা ছিল। বৈঠকে থাকবেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই-ও।
এদিকে, বাংলাদেশ সময় দুপুর ২টা ৪০ মিনিটে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু তার আগে দু’দলের অনুশীলনেই বাগড়া দিয়েছে বায়ুদূষণ। কিন্তু তার আগে ভারতীয় রাজধানীতে আরও ভয়াবহ হয়ে উঠেছে বায়ুদূষণ। দিল্লির বিষাক্ত বাতাসের কারণে গত শুক্রবার অনুশীলন বাতিল করেছে সাকিব আল হাসানের দল। শনিবার একই ঘোষণা দেয় শ্রীলঙ্কাও।