সিলেটের দাসপাড়ায় লেগুনা পুড়ালো দুর্বৃত্তরা

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ৪:৪৬ পূর্বাহ্ণ | আপডেট: ১০ মাস আগে
  • Print

 

সিলেটের শাহপরান থানাধীন দাশপাড়া এলাকায় একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও লেগুনাটি পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১৫ নভেম্বর) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

লেগুনার চালক লুকমান জানান, পীরেরবাজার থেকে সুরমা গেইট আসার সময় কয়েকজন ব্যক্তি তার গাড়ি আটকে ভাংচুর করতে থাকে। পরে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এসময় গাড়িতে কোন যাত্রী ছিলেন না।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, কয়েকজন দুর্বৃত্ত লেগুনাতে আগুন দিয়েছে। আমরা তাদের শনাক্তের চেষ্টা চালাচ্ছি। লেগুনা চালক অক্ষত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ