সিলেট নগরীতে কাভা’র্ড ভ্যানের ধাক্কায় একজন নি’হত হয়েছেন। বুধবার (১০ মা’র্চ) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমা’র আলমপুরে এ দুর্ঘ’টনা ঘটে। এসময় বাইসাইকেল চালক রুবেল মিয়া (২৯) ঘটনাস্থলেই মৃ’ত্যুবরণ করেন।
নি’হত রুবেল মিয়া সিলেট এসএমপি’র কোতোয়ালি মডেল থা’নার ঝেরঝেরী পাড়া এভা’রগ্রীন ৬৩ নং বাসার লায়েক মিয়ার ছে’লে।
বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থা’নার ওসি মো. শামসুদ্দোহা বলেন, সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমা’র আলমপুরে কাভা’র্ড ভ্যানের ধাক্কায় একজন বাই সাইকেল চালক আরোহী নি’হত হয়েছেন। পু’লিশ লা’শ উ’দ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতা’লে প্রেরণ করে। এবং কাভা’র্ড ভ্যান আ’ট’ক করে থা’নায় নিয়ে আসা হয়েছে।