স্বপ্নের দেশ ইতালি ঢুকতে গিয়ে ক্রোয়েশিয়ায় ঠান্ডা ও তুষারপাতে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের গয়াছ মিয়ার ছেলে মাহমুদুল হাসান রিহান (২৭) ও একই উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের সেওতরপাড়া গ্রামের হাজি মাসুক মিয়ার ছেলে অলিউর রহমান রাজু (২২)।
মঙ্গলবার রাতে ক্রোয়েশিয়ায় সীমান্তবর্তী এলাকায় তাদের মৃত্যু হয়। তারা বসনিয়ার একটি ক্যাম্প থেকে তুরস্ক যাচ্ছিল। মৃত্যু সংবাদ শুনে দুটি পরিবারেই চলছে কান্নার রোল।
নিহত রাজুর চাচা আরশ আলী খান ভাসানী তার ভাতিজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ইতালি যেতে রাজু তিন বছর আগে তুরস্কে যান বলে জানান তিনি।