সিলেট :: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের শুভ জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কোভিডযোদ্ধা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সিং কর্মকর্তাদের হাতে উপহার তুলে দেয়া হয়েছে।
শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান উপ কমিটির উদ্যোগে এ উপহার তুলে দেয়া হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান, ওসমানী হাসপাতালের কাডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিএমএ নেতা ডা. আজিজুর রহমান রোমান, ওসমানী হাসপাতালের চিকিৎসক ডা. অরূপ রাউত, ডা. কাওসার খোকন, মিডলেভেল চিকিৎসকবৃন্দ, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের উপ সেবা তত্ত্বাবধায়ক নীহারি রানী দাস, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, বিএনএ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল শাখার সভাপতি মাসুদ আহমদ খান ও সাধরণ সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।