সালমান ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। দর্শকপ্রিয়তার শীর্ষে থেকে সালমান শাহ ঢাকাই চলচ্চিত্রকে সুদিন উপহার দিয়েছিলেন।
বাংলাদেশের চলচ্চিত্র ভুবনের এই কিংবদন্তি অভিনেতা খুবই অল্প সময় রাজত্ব করেছিলেন। অভিনয় করেছেন মাত্র ২৭টি চলচ্চিত্রে। তার সাবলীল অভিনয় নৈপুণ্যে জয় করেছিলেন কোটি মানুষের ভালোবাসা। হয়ে উঠেছিলেন বাংলাদেশের সিনেমা জগতের এক নম্বর নায়ক।
তাকে বলা হয় ৯০ দশকের শ্রেষ্ঠ নায়ক। টেলিভিশনেও তার অভিনীত বেশ কিছু নাটক জনপ্রিয়তা পায়। সালমান শাহ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। সিলেটের জনপ্রিয় বাউল শিল্পী বাউল ইকরাম উদ্দিন যিনি এখন সুদূর লন্ডনে বাস করছেন। নিত্যনতুন বিষয় নিয়ে সব সময় গান করে থাকেন। আজ বাংলাদেশের কিংবদন্তি নায়ক সালমান শাহ এর ৫০ তম জন্মবার্ষিকী এ উপলক্ষে প্রিয় নায়ক সালমান স্বরনে শিল্পী ইকরাম উদ্দিন লন্ডনে চিত্রায়িত একটি গান ইউটিউবে রিলিজ করেন। তার ইউটিউব চ্যানেল এর নাম Ikram Uddin
সালমান শাহ এর অভিনীত ছবির কথাগুলো দিয়ে খুব সুন্দর ছন্দসুরে করা সালমান শাহ স্বরনে গান করেন বাউল ইকরাম উদ্দিন
গানের কথাঃ
আজও সালমান ভক্তরায়
কাদিয়া বুক ভাষায়
স্বপনের নায়ক আর ফিরবে না রে
কেয়ামত থেকে কেয়ামত অন্তরে অন্তরে
সেই ছবির গানে আজও ভক্তের পরান কাড়ে
মায়ের অধিকার
অভিনয় সালমান শার
মহা নয়ক আমার বিশ্ব জুড়ে
আশা আর ভালবাসা বুকের ভেতর আগুন
স্বপনের ঠিকানা ছবি দেখিতে কি দারুন
প্রেম পিয়াসী অর আরও দেখি দেন মোহর
অভিনয়ে বলতে খবর বিচার হবে
আনন্দ অশ্রু ছবির কি বা অভিনয়
ভিক্ষুব ছবিটা দেখতে কত মধুময়
সত্যের মৃত্যু নাই আরো তোমাকে চাই
মহা মিলনে পাই সালমান শারে
এই ঘর এই সংসার নায়ক মহান
স্নেহ ছবির পরে মুক্তি পেলো আন্জুমান
লক্ষ কোটি শ্রুতার মন
কেড়ে নিল প্রিয়জন
এমন ছবি আর এখন দেখি না রে
একের পরে ছবি যখন জনপ্রিয় হয়
এফডিসির একদল সন্তাসী যুক্তি করে লয়
শুনছি যুক্তি করে তারা
সঙে থাকে সামিরা
৯৬ সালে ওরা খুন করিলো রে
সামিরা কয় সালমান শাহ কে ভালবাস তো খুব
তবে কেন হত্বা করতে ছিল এত লোভ
আমি কইনা মানুষ কয়
ঘন ঘন বিয়ে হয়
এটাই কি প্রমান নয় কে মারিলো রে
খুনিরা সব এক হয়ে করিল খুন
জনম দুঃখী মায়ের বুকে ধরাইলো আগুন
জানবার আগে দুনিয়ায়
এটা আত্ম হত্বা নায়
বিশ্বাস হয় না রে
সালমান শার মা বাদী হইয়া মামলা করিলো
সরকারের অবহেলায় ২৭ বছর গেলো
২১ বছর পড়ে
দিছিল সত্য বের করে
রুবি সুলতানা নামের আসামী কয় রে
রুবির কথা শুনে পরেও দেশের প্রসাশন
সামিরা নাই শাস্তির আওতায় কিসেরি কারন
বিচার চাই হতেই হবে আন্দোলন
চলছে চলবে দেশের কলঙ্ক রবে না হয় পরে
সালমান শার ভক্ত যারা তারা জানতে চায়
সামিরা আসুক টেলিভিশনের পর্দায়
আসতে কি সমস্যা
বন্ধ করো তামাসা
হত্বা টা কোলাসা যাও প্রকাশ করে
৬ সেপ্টেম্বর ছিল সেই খুনের দিন
পত্রিকার খবর পাইয়া কয় ইকরাম উদ্দিন
করতে পারি নাই বিশ্বাস
ফেলিয়া দির্গশ্বাস
কেমনে করলো সর্বনাশ হায় রে হায় রে
তার ইউটিউব এর গানের লিংক নিচে দেওয়া হল
https://www.youtube.com/watch?v=drkg97p96j8