প্রথমে মোবাইল ফোনে সর্ম্পক সেই সর্ম্পককে গভীর করতে দেখা করার আবদার।এতে তরুণীও রাজি হয়েয়ে গেলেন। পরে যা ঘটবার তাই ঘটলো।
তরুণী (১৭) গণধর্ষণের শিকার হলেন।
এই ঘটনায় পুলিশ রায়হান উদ্দিন (২০) নামে এক যুবককে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। সে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও গ্রামের ইমাম উদ্দিনের ছেলে।
জানা যায়, মোবাইল ফোনে পরিচয়ের সুবাদে দেখা করার কথা বলে বৃহস্পতিবার সন্ধ্যায় তরুণীকে দক্ষিণ সুরমার বাইপাসে নিয়ে যায় রায়হান। পরে সেখান থেকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে নিয়ে সালুটিকর এলাকার শামীম মিয়ার আল জান্নাত ইষ্টার্ন ক্রাশার মিলের একটি কক্ষে নিয়ে রায়হান ও কবির হোসেন নামে আরও এক ব্যক্তি পালাক্রমে তাকে ধর্ষণ করে।
পরদিন স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে থানা পুলিশ কে খবর দিলে পুলিশ তাদেরকে সালুটিকর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ উপস্থিত হয়ে ভিকটিম ও অভিযুক্ত রায়হান উদ্দিনকে থানায় নিয়ে যায।
এঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-১৯/১৮.০৯.২০২১) দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।