শান্তিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, ৩০ জন আহত

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ২:২৫ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে
  • Print

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালীর দেবগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩০ জনের মতো আহত হওয়ার খবর পাওয়াগেছে।

জানা যায়, রবিবার সকাল সাড়ে ১০ টায় দিরাই থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস নোয়াখালী দেবগ্রাম নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতার বাসে থাকা যাত্রীরা বের হতে সক্ষম হন। এসময় বাসে থাকা ৩০ জনের অধিক যাত্রী আহত হন। কয়েকজন যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিক অবস্থায় আহতদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিযন্ত্রণ হারিয়ে দেবগ্রাম এলাকায় বাস খাদে পড়ে যায়। স্থানীয়দের সহযোগীতায় বাস হতে সকল যাত্রী বের হয়ে আসলে অনেক হতাহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তারা।

এ বিষয়য়ে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন এ প্রতিবেদককে বলেন, বাস খাদে পড়ে অনেকেই আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ