ছাত্র অধিকারের মামলায় আদালতে যা বললেন জাফরুল্লাহ

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ৩:০২ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে
  • Print

ছাত্র ও যুব অধিকারের ২০ নেতাকর্মীর জামিন দিয়েছেন আদালত।

রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ জামিনের এ আদেশ দেন।

সেই মামলার শুনানিতে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন। শুনানি শেষে ডা. জাফরুল্লাহ চৌধুরী অনুমতি নিয়ে আদালতে বক্তব্য দেন।

আদালতে তিনি বলেন, বঙ্গবন্ধুকে যখন ম্যাজিস্ট্রেট জামিন দিচ্ছিলেন না, তখন একজন জজ তাকে সাহস করে জামিন দেন। আজকে আপনার আদেশের পর সেকথাই মনে পড়ছে।

তিনি আরও বলেন, এ ছাত্ররা শুধু স্লোগান দেন। তারা খোলা মাঠে স্লোগান দেন। এ অপরাধে তারা পাঁচ মাস কারাগারে। আজকে তাদের জামিন দেওয়ায় ধন্যবাদ জানাই।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ