ডক্টর মাহফুজ এর বউ ইভা রহমান এখন ইভা আরমান

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১, ৫:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: ৩ বছর আগে
  • Print

ইভা ও সোহেল আরমানের বিয়ের খবরটি প্রকাশ করে রবি চৌধুরী ফেসবুকে তাদের একটি স্থিরচিত্রও পোস্ট করেছেন। ইভা আরমানের পারিবারিক একটি সূত্র জানান, ১৯ সেপ্টেম্বর ইভার গুলশানের বাসায় দুই পরিবারের কাছের কয়েকজন সদস্যের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইভার বর সোহেল আরমান ঢাকার ছেলে এবং পেশায় ব্যবসায়ী।

এর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানকে বিয়ে করেন কণ্ঠশিল্পী ইভা। এ বছরের ৪ জুন তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। ১৭ সেপ্টেম্বর বিচ্ছেদের সনদ হাতে পান ইভা। দুদিন পরই পারিবারিকভাবে সোহেল আরমানকে বিয়ে করেন তিনি।

ইভার এখন পর্যন্ত ৩০টি একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘মনের না বলা কথা’, ‘মন ভেসে যায়’, ‘মন জোনাকি’, ‘মনে পড়ে যায়’, ‘মনের যে কথা’, ‘মন আঁধার’, ‘মন থেকে দূরে নও’, ’মন আমার’, ‘মন সাগরে ভাসি’ এবং ‘মনের তুলিতে আঁকি’ অ্যালবামের বাছাই করা বেশ কয়েকটি গানের ভিডিও দেশে ও দেশের বাইরে চিত্রায়িত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ