আলোচিত সিনেমা ‘দিন: দ্য ডে’র মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমাটি চলতি বছর ২৪ ডিসেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে।
শনিবার (১৬ অক্টোবর) রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পোস্টার উদ্বোধন ও সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।
এ নিয়ে অনন্ত জলিল বলেন, দর্শকদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ২৪ ডিসেম্বর আমরা বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে একযুগে ‘দিন: দ্য ডে’ মুক্তি দিতে যাচ্ছি।
তিনি আরও জানান, তাদের নির্মাণাধীন আরেক সিনেমা ‘নেত্রী: দ্য লিডার’ আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
জানা যায়, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন দ্য ডে’। এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এতে অনন্ত’র বিপরীতে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। এ ছাড়াও অভিনয় করেছেন ইরান ও লেবাননের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী।
বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে বিভিন্ন লোকেশনে ‘দিন দ্য ডে’-র শুটিং হয়েছে। প্রায় দুই বছর ধরে নির্মাণ করা হয়েছে সিনেমাটি।