সন্তানের সামনে মাকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ২১ মার্চ ২০২২, ৮:২০ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে
  • Print

 

ঠাকুরগাঁও সদরের রুহিয়াতে সন্তানের সামনে নারীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১১টায় ঢোলারহাট এলাকা থেকে মামলার অন্যতম আসামি কথিত তান্ত্রিক প্রকাশ বর্মনকে (ঝোল) গ্রেপ্তার করা হয়।

সোমবার বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জণ রায়। ওসি বলেন, ঘটনার পর থেকে পলাতক আছে মামলার আসামিরা। পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়েছে৷ এরই মধ্যে রোববার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢোলারহাট এলাকা থেকে মামলার অন্যতম আসামি কথিত তান্ত্রিক প্রকাশ বর্মনকে (ঝোল) গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত তিন মার্চ ঢোলারহাটের একটি সনাতন ধর্মীয় অনুষ্ঠান থেকে নানা রকম প্রলোভন দেখিয়ে কৌশলে তিন বছরের সন্তানসহ ভুক্তভোগী নারীকে রেল ক্রসিংয়ের কোয়ার্টারে নিয়ে যান তান্ত্রিক প্রকাশ ঝোল। সেখানে তাকে পূর্বপরিকল্পিত ভাবে রাতভর শারীরিক নির্যাতন ও পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা৷

এরপর ঘটনাটি ধামাচাপা দিতে তাকে টাকা দিতে চায় তারা৷ এক পর্যায়ে মামলা করতে চাওয়ায় নানা রকম ভয়ভীতি দেখানো হয় ওই নারীকে৷ ভয়ে কিছুদিন আত্মগোপনে ছিলেন ওই নারী। পরে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল বিচারক মো. গোলাম ফারুকের আদালতে এ মামলা দায়ের করেন।

মামলায় প্রধান আসামি করা হয় রেল গেট কিপার শামিম ইসলামকে। অন্যান্য আসামিরা হলেন, মো. মেজর, মো. এনামুল হক, উজ্জ্বল দাস ও গ্রেপ্তারকৃত কথিত তান্ত্রিক প্রকাশ ঝোল।

ওসি চিত্ত রঞ্জণ রায় আরও বলেন, শীঘ্রই বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ