বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টানা ৫ দিন ব্যাপী কর্মসূচীর শেষ দিন সোমবার সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সিলেট জেলা যুবলীগ। সোমবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দুই শতাধিক পিছিয়ে পড়া মানুষ ও জেলে সম্প্রদায়ের মাঝে পৃথক দুটি অনুষ্ঠানে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়।
সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদের নেতৃত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। জনগণের জীবনমান উন্নয়ন, দেশের অবকাঠামোগত উন্নয়ন করাই এ সরকারের লক্ষ্য।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ বলেন, দেশের ক্রান্তিলগ্নে সব সময় যুবলীগ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিজ্ঞপ্তি