যুক্তরাজ্যের বেক্সহিল নর্থ ডিভিশন কাউন্টি কাউন্সিলর ও সিলেটী বংশোদ্ভূত শিক্ষানুরাগী আবুল আজাদকে সংবর্ধনা দিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার সকাল সাড়ে দশটায় অনানুষ্ঠানিক পরিদর্শনে সিকৃবি ক্যাম্পাসে আসেন কাউন্সিলর আজাদ।
পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। পরে মতবিনিময় ও সংবর্ধনা সভার আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর প্রধানরা।
জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ আনিসুর রহমানের ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মো. সাজিদুল ইসলাম, গ্রন্থাগারিক সুবীর কুমার পাল, চিফ মেডিক্যাল অফিসার ডা. অসীম রনজন রায়, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. এম এম মাহবুব আলম, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোশাররফ হোসেন সরকার, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. ছানোয়ার হোসেন মিয়াসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সংবর্ধনার জবাবে যুক্তরাজ্যের রদার ডিস্ট্রিক্ট কাউন্সিলের দুইবার নির্বাচিত সাবেক মেয়র আবুল আজাদ সিকৃবি কর্মকর্তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, বাংলাদেশের বিস্ময়কর উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের পেছনে দেশের প্রতিটি মানুষের অবদান রয়েছে। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনেও বাংলাদেশের সাফল্য অভূতপূর্ব। বাংলাদেশের এই সামগ্রিত সফলতা অর্জনের বার্তা সারাবিশ্বে পৌঁছে গেছে। পরে কাউন্সিলর আবুল আজাদের হাতে সংবর্ধনা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেয়া হয়। বিজ্ঞপ্তি