সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে লেভেল-১, সেমিস্টার-১ এ নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩ টায় কৃষি অনুষদ ছাত্র সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, অ্যানিমেল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলনকক্ষে নবীনবরণ অনুষ্ঠিত হয়। কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আসাদ-উদ-দৌলা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একই অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এ.এফ.এম. সাইফুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে কৃষি অনুষদ ছাত্র সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন কৃষি অনুষদ ছাত্র সমিতির সহ-সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক মোঃ রাফিউল ইসলাম, যুগ্ম সম্পাদক বিকাশ দেব, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ নওশাদ জামান, ক্রীড়া সম্পাদক চিরঞ্জিৎ কুমার ঘোষ, সদস্য তন্ময় সরকার, মোঃ নাজ্জাস আলী, মোঃ মাহমুদুল হাসান, ও তনয় পাল। বিজ্ঞপ্তি