শীতলক্ষ্যায় শিশুসহ আরও দুই মরদেহ উদ্ধার

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ২২ মার্চ ২০২২, ৪:৫৫ পূর্বাহ্ণ | আপডেট: ৩ বছর আগে
  • Print

 

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় শিশুসহ আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন।

এর আগে রবিবার (২০ মার্চ) দুপুরে কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া এমভি আশরাফউদ্দিন-২ নামের লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল। পথে আলামিন নগর ব্রিজের কাছে এমভি রূপসী-৯ নামের একটি পণ্যবাহী জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়।

নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার অনেকেই নিয়মিতভাবে এই নৌ-রুট ব্যবহার করেন। দুর্ঘটনার পরপরই যাত্রীদের স্বজনরা নদীপাড়ে ভিড় করেন। উদ্ধার হওয়া মরদেহ শনাক্ত হলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, বিআইডাব্লিউটিএ’র যৌথ উদ্ধার অভিযানে দুর্ঘটনার কিছুক্ষণ পরই লঞ্চটির অবস্থান শনাক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ