জুড়ী সংবাদদাতা:
মৌলভীবাজারের জুড়ীতে তিনশটি ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামের মৃত শিশু মিয়ার পুত্র মো: কামাল হোসেন (৪৭) ও একই ইউনিয়নের চম্পকলতা গ্রামের আব্দুল হালিমের পুত্র মো: বাতেন (৩০)। মঙ্গলবার সকালে জুড়ী থানার পুলিশ উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই মসজিদের সামনে থেকে তাদের আটক করে দেহ তল্লাশী করলে ইয়াবাগুলো পাওয়া যায়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।