রাশিয়ার ৯ সেনা সদস্যকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইউক্রেনের মেলিতপোলের মেয়র ইভান ফেদরোভের বন্দীত্ব থেকে মুক্তি মিলেছে।
যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো বন্দী বিনিময় শুরু করেছে রাশিয়া ও ইউক্রেন। প্রথম দফায় রাশিয়ার ৯ সেনা সদস্যকে মুক্তি দিয়েছে ইউক্রেন। এ কথা জানিয়েছেন রাশিয়ার মানবাধিকার কমিশনার তাটিয়ানা মোশকালকোভা।
মঙ্গলবার (২২ মার্চ) রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ইউক্রেনের মেলিতপোল শহরের মেয়রকে ধরে নিয়ে যাওয়ার পর সম্প্রতি তাকে ছেড়ে দিয়েছে রুশ বাহিনী।
এক সাক্ষাৎকারে রাশিয়ার মানবাধিকার কমিশনার তাটিয়ানা মোশকালকোভা বলেছেন, রুশ বাহিনীর হাতে বন্দী মেলিতপোলের মেয়রের বিনিময় রাশিয়ার ৯ সেনাকে মুক্তি দেওয়ার কথা নিশ্চিত করছেন তিনি।
তাটিয়ানা মোশকালকোভা আরও বলেন, প্রথমবারের মতো (ইউক্রেনের সঙ্গে) বন্দী বিনিময় হয়েছে। আমাদের ৯ সেনাকে দেশে ফিরিয়ে এনেছি আমরা।
ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়কে উদ্ধৃত করে মেলিতপোলের মেয়র ইভান ফেদরোভের সঙ্গে ৯ রুশ সেনার মুক্তির কথা এর আগেই জানায় গণমাধ্যমগুলো।