ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ ইসলামিক ফাউন্ডেশনের সুফল পাচ্ছে — বিভাগীয় কমিশনার

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ২২ মার্চ ২০২২, ১:৪১ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে
  • Print

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, ইমামদের মাধ্যমে জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে মানবকল্যাণে বিশেষ অবদান রেখে চলেছে ইসলামিক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির কার্যক্রম মুসলিম কেন্দ্রিক হলেও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ এর সুফল পাচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ে আয়োজিত ‘ইসলামের প্রচার-প্রসারে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১৯৭৫ সালের ২২ মার্চ এক অধ্যাদেশের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিনটি উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় সিলেটে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে খতমে কুরআন, র‌্যালি, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবু ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় স্বাগত বক্তব্য দেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।
সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা শামিমুল হাসান। বক্তব্য দেন কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন, মাওলানা আবিদ হাসান ও মাওলানা নওফেল আহমদ। বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের ধর্মীয় প্রশিক্ষক মাওলানা জুবাইর আল আজহারী।
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় সরকার ইমামদেরকে নানা প্রশিক্ষণ দিয়ে জনমানুষের সেবার সুযোগ করে দিচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মক্তবভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে শিশুদের নৈতিকতার বুনিয়াদ গড়ে দিচ্ছে। সমাজে নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে ইমামদের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করছে। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ