সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মারুফ আহমদকে অপহরণ চেষ্টার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আবদুর রশিদ মো. রেনু এক বিবৃতিতে বলেন, একজন সাংবাদিককে তার কর্মস্থল এলাকা থেকে দুর্বৃত্তরা যেভাবে অপহরণ চেষ্টা করেছে তা খুবই উদ্বেগজনক। এ ধরণের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ এই ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে অবিলম্বে গ্রেপ্তাার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। একই সঙ্গে আর কোন সাংবাদিক যেন এ ধরনের পরিস্থিতির শিকার না হয় তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি