২০ রমজান পর্যন্তই খোলা থাকছে প্রাথমিক, পরিপত্র জারি

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ২২ মার্চ ২০২২, ২:৩১ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে
  • Print

শিক্ষকদের সমালোচনার পরও আগামী ২০ রমজান পর্যন্ত চলবে প্রাথমিকের ক্লাস কার্যক্রম। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে পরিপত্র জারি করেছে।

উপসচিব মোহাম্মদ কামাল হোসেন সাক্ষরিত পরিপত্রে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে আগামী ২০ রমজান পর্যন্ত প্রাথমিকে শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ করা হলো।

এর আগে গত শনিবার নিজ এলাকায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছিলেন, করোনার কারণে দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। শিশুদের শিক্ষা ঘাটতি পুষিয়ে নিতে আগামী ২০ রমজান পর্যন্ত চলবে সরকারি প্রাথমিকের ক্লাস কার্যক্রম।

মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের পর সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাথমিকের শিক্ষকরা।

শিক্ষকরা বলছেন, একে তো প্রাথমিকে বদলি কার্যক্রম দু’বছরের বেশি সময় ধরে বন্ধ। করোনার সময় ক্লাস না হলেও শিক্ষকরা বসে ছিলেন না। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট, মোবাইলে পাঠদান, বাড়ি বাড়ি খবর নেয়া থেকে শুরু করে প্রতিদিন স্কুলেও যেতে হয়েছে। এরপর মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত মেনে নেয়া কঠিন।

২০ রমজান পর্যন্ত প্রাথমিক স্কুল খোলা রাখলে নারী শিক্ষকরা বিড়ম্বনায় পড়বেন বলে জানিয়েছেন শিক্ষক নেতা মাহবুবর রহমান।

এ প্রসঙ্গে তিনি বলেন, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক ২০ রমজান পর্যন্ত খোলা থাকলে কোন বাধা নেই (২/৩ জনের বেশি নারী শিক্ষক নেই)। তবে প্রাথমিক বিদ্যালয় ২০ রমজান পর্যন্ত খোলা রাখলে নারী শিক্ষকদের প্রতি অবিচার করা হবে।

কারণ হিসেবে তিনি জানান, রমজানে মাসে অফিস সময়সূচি সাধারণত সকাল ৯টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত। সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষক ৬০ ভাগ কোটায় নিয়োগ পেয়ে বর্তমানে প্রায় ৮০ থেকে ৮৫ ভাগ নারী শিক্ষক রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ