দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জয় হাতছানি দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে।
প্রথম ওয়ানডেতে ঐতিহাসিক জয়, দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়। সিরিজের প্রথম দুই ম্যাচে মুদ্রার এপিঠ আর ওপিঠ দেখে ফেলেছে বাংলাদেশ। শেষ ম্যাচে টাইগারদের সামনে দুটি পথ খোলা।
হয় সাউথ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয় করে ইতিহাস রচিত হবে তামিম-সাকিবদের হাত ধরে। কিংবা আরও একবার ব্যর্থতার গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হবে সফরকারী দলের।
ট্রফি জয়ের ম্যাচে বুধবার (২৩ মার্চ) সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু ম্যাচটি।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।