টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে সৌদি আরব ও বাহরাইনের ম্যাচে হয়েছে বিশ্বরেকর্ড। সৌদি মেয়েদের পাড়ার বোলার বানিয়ে ২০ ওভারে ৩১৮ রান তোলার অনন্য নজির তৈরি করল বাহরাইনের মেয়েরা।
তাতে কুড়ি ওভারের ইতিহাসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।
মঙ্গলবার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বাহরাইনকে ব্যাটিংয়ে পাঠায় সৌদি আরব। আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১ উইকেট হারিয়ে বাহরাইন তোলে ৩১৮ রান। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো বটেই, ছেলেদের ২০ ওভারের ক্রিকেট মিলিয়েও সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি।
জবাবে ব্যাট করতে নেমে ৪৯ রানে গুটিয়ে যায় সৌদি মেয়েরা। কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ১১ রান এসেছে অতিরিক্ত খাত থেকে।