নিজেকে উভয়লিঙ্গ মনে করেন কঙ্গনা সেন শর্মা

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ৮:১৩ পূর্বাহ্ণ | আপডেট: ৩ বছর আগে
  • Print

 

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা হিসেবে পরিচিতি পেয়েছেন কঙ্কনা সেন শর্মা। এছাড়াও সিনেমা বা সাক্ষাৎকারই হোক না কেন, তিনি সর্বদা তার একটি অনন্য ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন।

সম্প্রতি একটি নিউজ পোর্টালে সাক্ষাৎকারে ৪২ বছর বয়সী এই অভিনেত্রী জানান, ‍ তিনি সমাজের লিঙ্গ গঠনে বিশ্বাস করেন না। তিনি বলেন, নিজেকে একজন নারী হিসেবে নয় কিছুটা উভয়লিঙ্গ হিসেবে অনুভব করেছি সবসময়।

আরও স্পষ্ট করে কঙ্কনা জানান, তিনি নিজেকে সম্পূর্ণ নিরপেক্ষ হিসেবে দেখেন। তিনি আরও জানান, ছোটবেলা তার বাবা-মা তাকে খুব স্বাধীনভাবে লালনপালন করেছেন। কঙ্কনা জানান, নিজের ছেলেকেও তিনি সমাজের প্রতি সহনশীল ও মুক্তচিন্তক হতে শেখাচ্ছেন।

কঙ্কনাকে শেষ দেখা গিয়েছিল ‘দ্য রেপিস্ট’-এ অর্জুন রামপাল এবং তন্ময় ধনানিয়ার সাথে। তার মা অপর্ণা সেনের পরিচালনায় ছবিটি গত বছরের অক্টোবরে মুক্তি পায়। তাকে আগামী ওয়েব সিরিজ ‘স্যুপ’-এ মনোজ বাজপেয়ীর পাশাপাশি দেখা যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ