গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির শপথ

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ১:৩০ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে
  • Print

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় গোলাপগঞ্জ পৌর কনফারেন্স হলে শপথবাক্য পাঠ করান গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
শপথগ্রহণ করেন গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নব নির্বাচিত সভাপতি আলেকুজ্জামান আলেক, সহ সভাপতি বিলাল আহমদ, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আহাদ, সহ সাধারণ সম্পাদক ছালেখ আহমদ, কোষাধ্যক্ষ সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী, ১নং ওয়ার্ডের সদস্য নাজিম আহমদ, নাছির উদ্দীন, আপ্তাব আলী, ২নং ওয়ার্ডের সদস্য জাহেদ আহমদ, মাহবুবুর রহমান, মাছুম আহমদ, ৩নং ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান সেলিম, মো. মুহিবুর রহমান, সোহেল আহমদ, ৪ নং ওয়ার্ডের কাওছার আহমদ, সাংবাদিক শহিদুর রহমান সুহেদ, মো.শাকিল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, এম ফজলুল আলম, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জুবেদুর রহমান চৌধুরী ফারুক মিয়া, সচিব মাওলানা নুরুল হুদা, সদস্য আবুল কাহের সুয়া মিয়া, মাওলানা মুমীন আহমদ সাকিল, আমিনুর রশীদ মারুফ, উপদেষ্টা পরিষদ সদস্য নজরুল ইসলাম, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, ব্যবসায়ী খায়রুল ইসলাম জাহাঙ্গীর, অলিউর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ